
যশোরের শার্শা উপজেলার (নাভারণ) বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি -২০০১ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ জুলাই) সকাল ১০ টার দিকে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি-২০০১ ব্যাচের বন্ধুমহল কর্তৃক আয়োজিত জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সাহাবুদ্দিন স্যার।
এসময় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক ও বর্তমান শিক্ষক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন...সাবেক প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, রুহুল কুদ্দুস, আনিসুর রহমান, আব্দুস সাত্তার, মাহবুব আলম, আবুল কাশেম, মিজানুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল আলিম, শিক্ষিকা নাছিমা খাতুন ও মাওলা নুর মোহাম্মদ প্রমূখ।
২০০১ ব্যাচের সকল ছাত্ররা প্রাক্তন মরহুম শিক্ষকদের স্বরণে তাদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসএসসি-২০০১ সালের ব্যাচের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, এই বন্ধু মহলে আমরা আজ একতাবদ্ধ হয়েছি। সকল বন্ধুদের সাথে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আমরা বন্ধুরা সবাই একত্রিত হতে পেরে খুবই আনন্দিত। বন্ধু মেহেবুব, হাবিব, মাহবুব আলম, লিটু, মারুফ, রহিম, তারিকুল, রবিউল ইসলাম ও শাওনসহ যাঁরা এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছেন তাঁদের আমি ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ জানাই।
এসএসসি ২০০১ ব্যাচের আরেক শিক্ষার্থী রবিউল ইসলাম রবি বলেন, ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে মানবিকতা ও সংস্কৃতিতে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এবং সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই এই আয়োজনের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho