বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মৃত্যুর হাসি

  • আশরাফ চৌধুরী 
  • প্রকাশের সময় : ০১:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ১১৭
মৃত্যুর হাসি
-আশরাফ চৌধুরী 
আমি মৃত্যুকে হাসতে দেখছি-
অষ্টাদশীর প্রিয়ংবদা হাসি নয়;
বাগে পাওয়া শিকারের পালানোর কসরত দেখে
ওৎপেতে থাকা নেকড়ের হাসি।
আমি জানি মৃত্যু পরম সত্য
কিন্তু অগস্ত্যযাত্রীর কপালে চুমো খেতে পারবে না
কোনো শোকার্ত পিতা-মাতা
এ কেমন মৃত্যু?
প্রিতমের বুকে আঁচড়ে পরে করবে না বিলাপ
কোনো প্রিয়তমা এই বিপুলা ধরাধামে
এ কেমন মৃত্যু?
মৃত্যু হাসবেই এতো স্বতঃসিদ্ধ ব্যাপার
কিন্তু সেই হাসিতে থাকবে না
কোনো স্বজন-সুজনের আহাজারি আর রোনাজারি
নেই কোনো শেষ বিদায়ের পরম্পরা,
নেই শত্রুর স্বস্তি কিংবা বন্ধু স্তুতি
এ কেমন মৃত্যু?
এ আমি মানতে পারি না
এ তো মৃত্যু নয়, যেন নৃশংস বীভৎসতা।
তবু মৃত্যু আসে, তবু মৃত্যু হাসে।
লেখক, আশরাফ চৌধুরী
শিক্ষক-চট্টগ্রাম সরকারী বিদ্যালয়

মৃত্যুর হাসি

প্রকাশের সময় : ০১:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
মৃত্যুর হাসি
-আশরাফ চৌধুরী 
আমি মৃত্যুকে হাসতে দেখছি-
অষ্টাদশীর প্রিয়ংবদা হাসি নয়;
বাগে পাওয়া শিকারের পালানোর কসরত দেখে
ওৎপেতে থাকা নেকড়ের হাসি।
আমি জানি মৃত্যু পরম সত্য
কিন্তু অগস্ত্যযাত্রীর কপালে চুমো খেতে পারবে না
কোনো শোকার্ত পিতা-মাতা
এ কেমন মৃত্যু?
প্রিতমের বুকে আঁচড়ে পরে করবে না বিলাপ
কোনো প্রিয়তমা এই বিপুলা ধরাধামে
এ কেমন মৃত্যু?
মৃত্যু হাসবেই এতো স্বতঃসিদ্ধ ব্যাপার
কিন্তু সেই হাসিতে থাকবে না
কোনো স্বজন-সুজনের আহাজারি আর রোনাজারি
নেই কোনো শেষ বিদায়ের পরম্পরা,
নেই শত্রুর স্বস্তি কিংবা বন্ধু স্তুতি
এ কেমন মৃত্যু?
এ আমি মানতে পারি না
এ তো মৃত্যু নয়, যেন নৃশংস বীভৎসতা।
তবু মৃত্যু আসে, তবু মৃত্যু হাসে।
লেখক, আশরাফ চৌধুরী
শিক্ষক-চট্টগ্রাম সরকারী বিদ্যালয়