বাগেরহাটের মোল্লাহাটে ‘আলোকিত ও মানবিক মোল্লাহাট’ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষার পরিবেশ উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই বুধবার সকাল ১০ টায় মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জন প্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কে, এম আলী আজম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, কে, আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।