
ক্যান্সারে আক্রান্ত পারভীন আক্তার নামের এক রোগীকে রক্ত দিলেন ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
গতকাল মঙ্গলবার ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তারের জরুরী বি+ পজিটিভ রক্ত লাগবে মর্মে ১২ জুলাই (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস প্রদান করা হয়। স্ট্যাটাসটি এমপি তুহিনের দৃষ্টি আকর্ষণ হলে উক্ত পোস্টে নিজেই রক্ত দিবেন বলে মন্তব্য করে জানিয়ে দেন কখন, কোথায় গিয়ে রক্ত দিতে হবে।
যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোষ্টের মাধ্যমে তথ্য পেয়ে ১৩ জুলাই (বুধবার) দুপুরের দিকে সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খাঁন তুহিন নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে উপস্থিত হয়ে রক্ত দান করেন।
এ সময় জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ এ এস এম শফিকুল ইসলাম, এমটি ল্যাব মোঃ আলামিন, এমটি ইপিআই মোঃ আসাদুজ্জামান, এসআইটি সোহাগ আকন্দ, ফাহিমদ আহমেদ উপস্থিত ছিলেন।
পরে রক্তগ্রহিতা ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তারকে হাসপাতাল বেডে দেখতে যান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ কবির মিয়ার স্ত্রী।
গত ৬ বছর ধরে তিনি জঠিল এই রোগে ভুগছেন বলে জানায় অসহায় এই দম্পতি। এই কয় বছরে জমানো টাকা ও সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। প্রতিমাসে কমপক্ষে চার ব্যাগ রক্তের প্রয়োজন পড়ে। এ অবস্থায় রক্ত জোগাড় করতে হিমশিম খেতে হয় তাদের। রোগীর স্বামী কবির বলেন, আমি স্ত্রীর চিকিৎসার ব্যায় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। গত বেশ কয়েক দিন ধরেই চিকিৎসক জানাচ্ছিলেন অতিদ্রুত এক ব্যাগ রক্ত লাগবে।

পারভিন আক্তার বলেন তিনি একজন এমপি হয়েও আমাকে রক্ত দেওয়ায় আমি ও আমার পরিবার তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।
এ বিষয়ে এমপি তুহিন বলেন, আমি প্রচারের জন্য এটা করিনি। দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য করেছি। মানুষ হয়ে মানুষের সেবামাত্র। তাছাড়া একজন এমপি যখন নির্দ্বিধায় রক্ত দেন, তখন এটা সকলকেই রক্তদানে উৎসাহ জোগাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho