Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

শ্রীলঙ্কার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট
জুলাই ১৪, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শ্রীলঙ্কার পরিস্থিতির ওপর জাতিসংঘ গভীর নজর রাখছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক পোস্টে তিনি বলেন, এই সংঘাতের পেছনে মূল কারণ এবং বিক্ষোভকারীদের অভিযোগের সমাধান করা গুরুত্বপূর্ণ।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার (১৩ জুলাই) রাতে গণরোষের মুখে পড়ে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান। আর আজ বৃহস্পতিবার সেখান থেকে প্রাইভেট জেটে করে সিঙ্গাপুরে উড়াল দেবেন তিনি।

গতকাল বুধবার গোতাবায়ার পদত্যাগ করার কথা থাকলেও, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি পদত্যাগপত্র জমা দেননি। এরই মধ্যে তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।

ওই টুইটে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে পরিবর্তনের জন্য ছাড় দেওয়ার মনোভাব নিয়ে এগিয়ে আসতে আমি শ্রীলঙ্কার সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানাই।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।