প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২২, ১:৪৪ পি.এম
বাল্যবিয়ে: বাগেরহাটে কাজীসহ দুই অভিভাবকের কারাদণ্ড

বাগেরহাটে বাল্যবিবাহ রোধে পরিচালিত অভিযানে একই দিনে দুটি বাল্য বিবাহ সম্পাদনের অভিযোগে বিবাহ নিবন্ধক(কাজী) এবং দুই অবিভাবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। ১৫ ই জুন সন্ধ্যায় বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বিবাহ নিবন্ধক কাজী আতাউল বারী এর অফিসে অভিযান চালিয়ে দুটি বাল্যবিবাহ সম্পাদনের অপরাধে বিবাহ নিবন্ধক জনাব কাজী আতাউল বারী ও পৃথক দুটি বাল্যবিয়ের দুই জন অভিভাবক ,অপ্রাপ্ত বয়স্ক কন্যার পিতা কবির সর্দার( ৪৫) ফতেপুর, বাগেরহাট এবং অপর একটি বাল্যবিয়ের অপ্রাপ্ত বয়স্ক ছেলের পিতা সজিব হালদার(৪০) গোবরদিয়া, বাগেরহাট সহ মোট তিন জনকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ০৬ মাস করে বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে৷ এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিলো নাগেরবাজারের বিবাহ নিবন্ধক কাজী আতাউল বারী সরকারী বাল্যবিবাহ নিরোধ আইন না মেনে বিবাহ রেজিষ্ট্রার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।১৫ ই জুলাই সন্ধায় আমরা অভিযান পরিচালনা করে এর সত্যতা পাই এবং তাৎক্ষণিক ওই নিবন্ধক সহ দুটি বাল্যবিয়ে সম্পাদনকারী দুই অভিভাবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান করি।তিনি আরও বলেন সরকার নির্দেশিত বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কঠোর অবস্হানে রয়েছি আপনাদের আশেপাশে এধরনের কোনো ঘটনা ঘটলে আমাদের অবহিত করলে দ্রুত ব্যবস্হা নেওয়া হবে এবং সঠিক তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho