Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ১৬ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

রাজবাড়ীতে বিদুৎস্পর্শে প্রাণ গেলো মা-মেয়ের

রাজবাড়ী প্রতিনিধি
জুলাই ১৬, ২০২২ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুৎস্পর্শে  মা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রাম কৃষক হোসেন আলীর স্ত্রী মরজিনা বেগম (৩০) এবং তার মেয়ে চাঁদনী(৫মাস)।
শুক্রবার ১৫ (জুলাই) বিকালে একই এলাকায় এঘটনা ঘটে বলে জানায় কালুখালী থানার ওসি মোঃ নাজমুল হাসান।
নিহতদের পরিবারের বরাতে ওসি মোঃ নাজমুল হাসান বলেন, বেশ কিছু দিন আগে বাইরে বিদুতের  মেইন লাইন থেকে ঘরের মধ্যে টিনের বেড়া ফুটা করে বিদুৎ সংযোগ নিয়েছিলো। বিকালে বৃষ্টি ও বাতাসে টিনের সংঙ্গে ঘর্ষণ খেয়ে বিদুতের তার ফুটা হয়ে পুর ঘর বিদুতায়ীত হয়ে যায়। সে সময় নিহত মরজিনা বেগম তার মেয়েকে নিয়ে ঘরে ঢুকতে গেলে টিনের বেড়ায় হাত পড়লে সে সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা  করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।