প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২২, ৯:৪৪ পি.এম
কাজিরহাট ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

অতিরিক্ত যাত্রী বহন করায় পাবনার কাজিরহাট ঘাটে স্পীডবোট এবং লঞ্চে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার (১৬ জুলাই) বিকেলে পাবনা কাজিরহাট ঘাটে উপজেলা নির্বাহী অফিসার বেড়া এর নির্দেশনায়, সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে এবং ওসি আমিনপুর থানার সার্বিক সহযোগিতায় স্পিডবোট ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় স্পিডবোট মালিক ও স্পিড বোট চালক জনাব মোঃ স্বাধীন এবং লঞ্চমালিক ও লঞ্চ চালক জনাব মোঃ নূর ইসলামকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য যে স্পিডবোটে ১২ জন যাত্রী বহন করার কথা থাকলেও তারা বিধি নিষেধ অমান্য করে ১২ জনের পরিবর্তে ১৮ থেকে ২০ জন করে যাত্রী বহন করে আসছিল এবং লঞ্চে ১৪০ জন যাত্রী বহন করার কথা থাকলেও ১৪০ জনের পরিবর্তে ৩৫০-৪০০জন যাত্রী পরিবহন করছিল। যা নিয়ম বহির্ভূত, সাধারণ মানুষের যান মালের জন্য হুমকিস্বরুপ। দায়িত্বে অবহেলার এবং শাস্তি যোগ্য অপরাধ। যেকোন অপরাধের বিরুদ্ধে প্রশাসন সবসময় তৎপর।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho