বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামে বাল্য বিবাহ এবং নকল নিবন্ধন ফরমের মাধ্যমে জালিয়াতি করার অপরাধে একজন ভূঁয়া কাজী(বিবাহ নিবন্ধক) কে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। ১৭ই জুলাই মধ্যরাতে বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের ভূঁয়া কাজি মিজানুর রহমান(৩১), পিতা: আমির আলী শেখকে বাল্যবিয়ে সম্পাদন বা পরিচালনার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে৷ এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান দন্ডপ্রাপ্ত ভূঁয়া কাজি নকল বিবাহ নিবন্ধন ফরম ব্যবহার করে বাল্যবিয়ে সম্পাদন করে থাকেন এবং পরবর্তীতে কনে/বরের বয়স পূর্ণ হলে পার্শ্ববর্তী কোনো সরকারি বিবাহ নিবন্ধকের কাছে গিয়ে নিবন্ধন সম্পন্ন করে থাকেন মর্মে স্বীকার করেন৷ গোপন সংবাদের ভিত্তিতে এইদিন দক্ষিণ খানপুর এলাকায় ১৪ বছর বয়সী ৮ম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বিবাহ সম্পাদনের ক্ষেত্রে উক্ত কাজিকে নকল নিবন্ধন ফরম সহ আমরা হাতে-নাতে ধরে ফেলি এবং এ সময়ে তার কাছে ৪০-৫০টি বিবাহ সম্পাদনের পূরণকৃত নকল ফরম পাওয়া যায়৷ অভিযুক্ত ব্যাক্তির সজ্ঞানে অপরাধ স্বীকার করার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই এই সাজা প্রদান করা হয়৷
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।