প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২২, ১০:৫৮ এ.এম
বাগেরহাট সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড প্রদান

বাগেরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। ১৮ জুলাই বিকালে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হলরুমে এই সনদ বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শওকত আলী,সদস্য সচিব আঃ হাকিম মোল্লা সহ বাগেরহাট সদর উপজেলার সন্মানিত মুক্তিযোদ্ধাগন,মরহুম মুক্তিযোদ্ধাদের পরিবার গন এ সময়ে উপস্হিত ছিলেন। সদর উপজেলার মোট ৬৪২ মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রথম দিন দেড় শতাধিক মুক্তিযোদ্ধাকে এই সনদ দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা কাজী আঃ মুকিত ঝন্টু,মহিতোষ দাম সহ অন্যান্যরা এ সময়ে তাদের সনদ ও স্মার্ট কার্ড গ্রহন করেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক জানান এই কার্ডটি অনেক মূল্যবান,এই স্মার্ট কার্ডের মাধ্যমে কি কি সুবিধা ভোগ করা যাবে তা পরে জানিয়ে দেওয়া হবে। প্রত্যেককে এই কার্ডটি যত্নের সঙ্গে রাখার ও অনুরোধ জানান তিনি ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho