Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ১৯ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

দীর্ঘ নয় বছর পর হরিপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও
জুলাই ১৯, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘ নয় বছর পর সংগ্রাম,গৌরব ও ঐতিহ্যে লালিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৮জুলাই) দুপুরে হরিপুর মহিলা কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়,এরপর পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী। উপজেলা আ”লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এম.পি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন শফিক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য এমপি দবিরুল ইসলাম ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, অ্যাডভোকেট হুসনে-আরা বেগম লুৎফা ডালিয়া।

এছাড়াও জেলা আ”লীগ সহ সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা,সম্পাদক দিপক কুমার রায়, ঠাকুরগাঁও সদর উপজেলা আ”লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটু ও জেলা,উপজেলা আ”লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা সহ ডেলিকেট/কাউন্সিলরবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন৷

উপজেলা আওয়ামীলীগ কমিটির সভাপতি পদে একজন হলেও সাধারণ সম্পাদক পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন, সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক পদে প্রত্যাশীরা হলেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাফফর আহমেদ মানিক, যুগ্ম সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন। এছাড়া অন্যান্য পদে অনেকেই প্রতিদ্ধন্দিতা করছেন।
এতে  সভাপতি পদে জিয়াউল হাসান মুকুল ও সাধারণ সম্পাদক পদে এস এম আলমগীর নির্বিচিত হয়৷

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৩ সালে হরিপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রতি তিন বছর পর সম্মেলন করার কথা থাকলেও নানা টানাপোড়েনে সেই সম্মেলনটি হয়নি।

অনুষ্ঠান পরিচালনা করেন হরিপুর উপজেলা আ”লীগ সম্পাদক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও রিপন৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।