প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৭:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২২, ২:৫৪ পি.এম
ভূমিহীন ও গৃহহীনমুক্ত স্বীকৃতি পাচ্ছে বকশীগঞ্জ উপজেলা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ভূমিহীন ও গৃহহীন পরিবারমুক্ত উপজেলা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বকশীগঞ্জ উপজেলা ‘ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবারের শতভাগ পুনর্বাসন’ উপলক্ষে মতবিনিময় সভায় এই সিদ্বান্ত গ্রহনের কথা জানানো হয়।
এর মাধ্যমে জামালপুর জেলার একমাত্র উপজেলা হিসেবে বকশীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন পরিবারমুক্ত ঘোষণা করা হবে।
ইতোমধ্যে বকশীগঞ্জ পৌর এলাকাসহ সবগুলো ইউনিয়ন এলাকায় জরিপ করে ভূমিহীন ও গৃহহীন পরিবার উপজেলা নেই বলে নিশ্চিত করেছে স্ব-স্ব বিভাগ ও ইউনিয়ন পরিষদ। সেকারণে জামালপুরজেলার একমাত্র প্রথম বকশীগঞ্জ উপজেলা কে ভূমিহীন ও গৃহহীন পরিবারমুক্ত উপজেলা হিসেবে স্বীকৃতিও প্রদান করা হবে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা বলেন্ উপজেলার পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তথ্য মতে ও অনুসন্ধানের ভিত্তিতে জানতে পেরেছি বর্তমান সরকারের গৃহহীন পরিবারমুক্ত প্রকল্পের আওতায় গৃহহীনদের পুনবার্সনে বকশীগঞ্জ গৃহহীন ও ভূমিহীন পরিবার নেই। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫২টি উপজেলাসহ বকশীগঞ্জকে আগামী ২১ জুলাই ভূমিহীন ও গৃহহীন পরিবারমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করবেন।
ইউএনও বলেন, গৃহহীন প্রকল্পের আওতায় বকশীগঞ্জকে প্রথম ধাপে ১৪২ জন গৃহহীন পরিবার জমিসহ নতুন বাড়ি পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৫০ টি পরিবার ও তৃতীয় ধাপে আরও ২০টি পরিবার যা মোট ২১২ জন গৃহহীন পরিবারকে নতুন বাড়ি তৈরি করে দেওয়ার জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে হিজরা জনগোষ্ঠী ও আদিবাসীদের জন্য নতুন বাড়ি নির্মাণ তৈরি করে হস্তান্তর করা হয়েছে। । সব মিলে বকশীগঞ্জে এই বাড়ির সংখ্যা ২১২টি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা আরো জানান, পরবর্তিতে কোন প্রাকৃতিক দূর্যোগ বা অন্যকোন কারনে ক্ষতিগ্রস্থ গৃহহীন ও ভূমিহীন পরিবার খুঁজে পেলে ভূমিহীন ও গৃহহীন আবেদনের মাধ্যমে তাৎক্ষনিক তাদেরও বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানান। তবে আপাতদৃষ্টিতে উপজেলার সব গ্রামে খোঁজ নিয়ে গৃহহীন ও ভূমিহীন পরিবার এখন আর খুঁজে পাওয়া যায়নি। এইজন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার জন্য এই মহত্ত্ব কাজে যারা যারা জড়িত ছিল তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান এমন মহতিকাজে যুক্ত করার জন্য।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho