
বহিরাগত কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে দু'টি ফোন চুরির ঘটনা ঘটেছে। হলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোর সুযোগ নিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে হলের ৩১২ ও ৪১৪ নম্বর কক্ষে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা। ভুক্তভোগীরা হলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের একই শিক্ষাবর্ষের মোস্তফা আহমেদ শ্রাবণ।
ভুক্তভোগী সূত্রে, সকালে মধ্যবয়সী এক ব্যক্তি ৩১২ নম্বর কক্ষে ভাগনে থাকেন বলে জানান। পরে ৩১২ ও ৪১৪ নম্বর কক্ষ থেকে দুইটি ফোন চুরি হয়ে যায়। এসময় তারা প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ প্রদান করে।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, আমরা নিশ্চিত নই কারা এ ঘটনা ঘটিয়েছে। সিকিউরিটি যখন চেঞ্জ হয় তখন ১০ মিনিটের গ্যাপ থাকে। শিক্ষার্থীদের দাবি চোর এই সুযোগটা কাজে লাগিয়েছে। আমরা শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho