কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামে ঘুমের ঘরে ৪ জন অচেতন বলে জানা গেছে।
অচেতন ব্যক্তিরা হলেন উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামের ডাক্তার শামসুদ্দিন এর ভাতিজা মৃত গিয়াস উদ্দিনের ছেলে মেনু মিয়া ৩২, তার স্ত্রী, মা ও মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায় গতকাল ১৯ শে জুলাই মঙ্গলবার রাতে খাবার খেয়ে তারা সপরিবারে ঘুমিয়ে পড়েন ঘুমের ঘরে কেবা কাহারা চেতনা নাশক ব্যবহার করলে তারা সকলেই অচেতন হয়ে পড়লে পরে ঘরে থাকা টাকা পয়সা স্বর্ণালংকার জিনিসপত্র লোট করে নিয়ে যায়।
এমত অবস্থায় সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দরজা খোলা দেখতে পায়। ঘরের ভিতরে থাকা পরিবারের লোকজনের কোন সারা শব্দ না পেয়ে অনেক ডাকাডাকির পরও তাদের কোন সাড়া না পেয়ে। পরে বাড়ির লোকজন ঘরে ভিতরে ঢুকে দেখে পান সকলেই অচেতন অবস্থায় পড়ে আছে। পরক্ষণ বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে হোসেনপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।
এ বিষয়ে জানতে চাইলে সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন বলেন, এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি বিষয়টা আমার জানা নেই।