প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৮:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২২, ৬:২৫ পি.এম
মাদক,জঙ্গিবাদ,ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে অগ্রণী ভূমিকা রাখছেন ওসি সাইফুল ইসলাম

ঝিনাইদহের হরিণাকুন্ডুর প্রত্যেক বিদ্যালয়ে ও কলেজের শ্রেণিকক্ষে গিয়ে মাদক,জঙ্গিবাদ,ইভটিজিং আত্মাহত্যা,মোবাইল ফোনে প্রতারণা ও নারী অধিকার, সহ বাল্যবিবাহরোধে সচেতনতামূলক সভা করছেন হরিণাকুন্ডু থানার ওসি মহাদয়। তিনি হরিনাকুণ্ড থানাতে যোগদান করেই সচেতন মূলক কর্মসূচি গ্রহণ করেন, তারি ধারাবাহিকতা বজায় রেখে আজ বুধবার ২০/০৭/২২ খ্রিঃ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিকভাবে চলে আসেন। বিশেষ করে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীর উপস্থিতিতে সকল ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে সচেতনামুলক ক্লাস করান হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, মাদক, বাল্যবিয়ে, পালিয়ে বিয়ে করা, কিশোর গ্যাং, মোবাইল ফোন ব্যবহার, ইভটিজিং আত্মহত্যা, প্রতারণা, নারীর অধিকার ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সাথে কথা বলতে এসেছি। দিন দিন এসব সমস্যা প্রকোট আকার ধারণ করছে। সবাইকে বলছি, সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে শিখুন।
ওসি সাইফুল ইসলাম আরও বলেন, সবাই আমার সঙ্গে শপথ করো, কখনো প্রেম করে পালিয়ে যাবে না, পরিবারকে কষ্ট দেবে না। ইভটিজিং, বাল্যবিয়ে, অসম প্রেম, অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীদের পলায়ন সমাজে ব্যাধি হিসেবে যেনো রুপান্তরিত না হয়, এ কারণেই সবাইকে সচেতন হতে হবে। পর্যায়ক্রমে সব বিদ্যালয় ও কলেজে এ ধরনের সচেতনমূলক ক্লাস ও শপথের আয়োজন করা হবে।
গণমাধ্যম কর্মীদের তিনি বলেন,আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেকোনো মূল্যে এটা প্রতিহত করতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের বড় হওয়ার পথে সবথেকে বড় বাধা। অপ্রাপ্ত বয়সে পালিয়ে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। সবাইকে বোঝাতে হবে, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পরই মেয়েদের বিয়ে করা উচিত। তাই এমন সচেতনামুলক ক্লাসের আয়োজন করা হয়েছে। এ সময় ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্য সহ হরিণাকুন্ডু থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho