রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অভিযান চালিয়ে ১২ বোতল দেশীয় মদ কেরুসহ একজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় র্ফোসসহ রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড় মিল মার্কেটের দেলোয়ার বিশ্বাসের নীলা সু-ষ্টোরের সামনে অভিযান চালায়। অভিযানে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামের মোঃ মানিক শেখের ছেলে মোঃ আক্তার শেখ (২৭) কে ১২ বোতল কেরু (দেশীয় মদ) সহ গ্রেপ্তার করা হয়ছে। এঘটনার সদর থানায় মামলা রুজু হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।