রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ৪ দিন পর আকাশ খান (১৩) নামে কিশোর ভ্যান চালকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের রাশেদুল খানের ছেলে।
বুধবার (৭ জুলাই) রাত ১০টার দিকে পুলিশ উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের মাঠের পুকুর চালার নিকট থেকে লাশ উদ্ধার করে।
জানাযায়, গত ১৬ জুলাই সকাল ১১ টার সময় বাড়ী থেকে চার্জার ভ্যান নিয়ে বালিয়াকান্দি বাজারে আসার কথা বলে বের হয়। তারপর আর বাড়ী ফিরে আসেনি। এ বিষয়ে গত ১৭ জুলাই বালিয়াকান্দি থানায় জিডি (সাধারণ ডায়রী-৭৩২) দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।