বাগেরহাটের শরণখোলায় ধরা পড়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির এমনই একটি সুন্ধি কচ্ছপ। পরে বনবিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে কচ্ছপটি।
উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের আলী হোসেন হাওলাদারের সবজি ক্ষেতে পাওয়া যায় কচ্ছপটি। বুধবার (২০ জুলাই) সকাল ৯,টার দিকে গৃহকর্তা আলী হোসেন তার সবজি ক্ষেতে কচ্ছপটি দেখতে পান। তিনি কচ্ছপটি ধরে স্থানীয় বন সুরক্ষা কমিটির সদস্যদের জানান। পরে ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য নাজমুল ইসলাম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্য হাসান মুন্সী ওই বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করেন।
ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার জানান, গৃহকর্তা আলী হোসেন কচ্ছপটি ধরে তাদেরকে খবর দেন। পরে তারা সেটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন। কচ্ছপটির ওজন এক কেজির একটু বেশি হবে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন , উদ্ধার হওয়া কচ্ছপটি দুপুর ১২টার দিকে রেঞ্জ অফিসের কাছে বনের জলাশয়ে ছাড়া হয়েছে। সুন্দরবনের সংরক্ষিত মিঠা পানির পুকুর ও ছোট খালে এই কচ্ছপ দেখা যেতো। একসময় গ্রামের জলাশয়েগুলোতেও প্রচুর পরিমাণে পাওয়া যেতো। কিন্তু সুন্দরবনে এখন তেমন দেখা পাওয়া যায়না, আর গ্রামেও নেই। গ্রামের কোথাও বিলুপ্তপ্রায় প্রজাতির এই কচ্ছপের দেখা পেলে বনবিভাগকে জানাতে বলা হয়েছে স্থানীয়দের