Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলা, ইবিতে প্রতিবাদ

ইবি প্রতিনিধি
জুলাই ২১, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের  উপর হামলা ও বাড়িঘরে  অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবিতে) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইবি পূজা উদযাপন পরিষদ এ মানববন্ধন করে।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে সংগঠনটির সদস্য ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক বিপুল রায় ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা নড়াইল জেলার দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও প্রতিমা ভাঙচুর, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের  ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।