কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়াও পানিতে ডুবে যাওয়া দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী। জানা গেছে, জীবিত উদ্ধার হওয়া দুই পর্যটকের অবস্থা সংকটাপন্ন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার কুর্শা এলাকায় এ ঘটনাটি ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া পর্যটক আকাশের (২৬) বাড়ি রাজধানী ঢাকার বাড্ডা এলাকায়। জীবিত উদ্ধার হওয়া তুহিন (২৫) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে এবং হাসিব (২৬) পটুয়াখালী জেলার বাসিন্দা।
স্থানীয়া জানান, তিনজন মিলে নিকলী উপজেলার কুর্শা এলাকায় ঘুরতে এসে হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এক পর্যটককে মৃত এবং জীবিত অবস্থায় দু’জনকে উদ্ধার করেন। জীবিত দু’জন পর্যটক নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা খুবই সংকটাপন্ন জানা গেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, শুক্রবার সকালে নিকলী হাওরে তিন পর্যটক গোসল করতে নেমে নিখোঁজের খবর পেয়ে কিশোরগঞ্জ স্টেশন থেকে ডুবুরিদল ওই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলে যাত্রাপথে খবর আসে স্থানীয় এলাকাবাসী ও নিকলী ফায়ার সার্ভিসের কর্মীরা একজনকে মৃত ও জীবিত অবস্থায় দু’জনকে উদ্ধার করেছে। পরে ডুবুরিদল কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ফিরে আসে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।