Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ২৩ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

গদখালী রেল স্টেশন চালু করতে আলোচনা সভা

ঝিকরগাছা প্রতিনিধি
জুলাই ২৩, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলের রাজধানী খ্যাত গদখালীর বন্ধ থাকা রেলওয়ে স্টেশনটি পুনরায় চালু করতে স্থানীয়দের গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গদখালীর পরিত্যক্ত স্টেশনের প্ল্যাটফর্মে গদখালীর সর্বস্তরের জনগণের আয়োজনে ও ঝিকরগাছা স্বেচ্ছাসেবী ঐক্য ফোরামের সহযোগিতায় ফুলের রাজধানী গদখালীকে  সারাদেশের রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে পরিত্যক্ত রেল স্টেশনটি পুনরায় চালু করার দাবিতে আলোচনা সভায় বাংলাদেশ ফ্লোওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবর জান বরুন ও অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ঝিকরগাছা স্বেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন,  ইউপি সদস্য শাহিন, হাসনা হেনা, সাবেক ইউপি সদস্য ফয়েজ আহমেদ, সমাজ সেবক শহিদুল ইসলাম, সায়েদ আলী, আলমগীর হোসেন, খোরশেদ আলম, শাহিন আহমেদ, গদখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম সর্দার, সেবা সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সদস্য আসাদুল জামান, মাসুম বিল্লাহ, গদখালী বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ইব্রাহীম খলিল, ডাঃ জাবেদ আলী, রায়হান, প্রিন্স সহ স্হানীয় ব্যক্তিবর্গ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ঝিকরগাছার সবচেয়ে প্রাচীন রেলস্টেশন হলো গদখালি। এটি ফুলের রাজধানী হিসেবে সারা দেশে পরিচিত। সারাদেশের মানুষ এখানকার ফুল দেখতে আসে। রেলস্টেশনটি চালু হলে পর্যটকদের যাতায়াত অনেক সুবিধাজনক হবে। এখানকার আর্থসামাজিক উন্নয়নে বিপুল পরিবর্তন ঘটবে। তাই অনতিবিলম্বে রেলস্টেশনটি চালুর ব্যবস্হা করতে হবে। আলোচনা সভায় বৃহত্তর কর্মসূচি পালনে এবং এই আন্দোলনে ব্যাপক জনসম্পৃক্ততা ঘটানোর লক্ষ্যে আগামী ২৭জুলাই শুক্রবার বিকাল ৪টার সময় গদখালীর রেলওয়ে স্টেশন সংলগ্ন টাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেলস্টেশন চালু করার দাবি আদায়ে গনজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।