রাজবাড়ী-কুষ্টিয়া,আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া এলাকায় দ্রুত গতির পিকআপ ভ্যানের চাপায় সারাফাত হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সারাফাত আফড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
রবিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক পার হতে গিয়ে কালুখালী থেকে রাজবাড়ীগামী দ্রুত গতির পিকআপ ভ্যানের চাপা পড়ে শিশুটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।