“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আলোচনা সভা মৎস্য চাষিদের পুরস্কার ও মৎস্য বিষয়ক উপকরণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাহানা নাজনীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার মাজহারুল হক ফকির, সফল উদ্যোক্তা আল আমিন ভূইয়া, মৎস্য চাষি আমিনুল হক, হাজী ইকবাল আহমেদ ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন। এসময় মৎস্য চাষিবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।