মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় দেশীয় অস্ত্র উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলার জীবননালা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৮। এ সময় দেশীয় তৈরী ২টি পাইপগান, ৪টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার ও ৩টি শর্টগানের কার্তুজ  উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। এর আগে গত সোমবার দুপুর দেড় টার দিকে পলাতক দুই আসামীর বসত ঘর হতে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।
পলাতক আসামীরা হলেন, উপজেলার জীবননালা গ্রামের মোঃ রাজ্জাক আলী মিয়ার ছেলে মোঃ ইমরান মিয়া (২২), ও মৃত ইয়াছিন আলীর ছেলে মোঃ রাজ্জাক আলী মিয়া (৫০)।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, ফরিদপুর ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর দেড় টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার জীবননালা গ্রাম এলাকা হতে পলাতক আসামী দ্বয়ের বসত ঘরের কক্ষ থেকে দেশীয় তৈরী অস্ত্র ও কার্তুজ  উদ্ধার করেন। আসামীদ্বয় অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে পাংশা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের (১৯এ) এর ধারায় মামলা রুজুর প্রক্রিয়াধীন।
জনপ্রিয়

পাংশায় দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ০৮:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
রাজবাড়ীর পাংশা উপজেলার জীবননালা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৮। এ সময় দেশীয় তৈরী ২টি পাইপগান, ৪টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার ও ৩টি শর্টগানের কার্তুজ  উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। এর আগে গত সোমবার দুপুর দেড় টার দিকে পলাতক দুই আসামীর বসত ঘর হতে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।
পলাতক আসামীরা হলেন, উপজেলার জীবননালা গ্রামের মোঃ রাজ্জাক আলী মিয়ার ছেলে মোঃ ইমরান মিয়া (২২), ও মৃত ইয়াছিন আলীর ছেলে মোঃ রাজ্জাক আলী মিয়া (৫০)।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, ফরিদপুর ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর দেড় টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার জীবননালা গ্রাম এলাকা হতে পলাতক আসামী দ্বয়ের বসত ঘরের কক্ষ থেকে দেশীয় তৈরী অস্ত্র ও কার্তুজ  উদ্ধার করেন। আসামীদ্বয় অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে পাংশা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের (১৯এ) এর ধারায় মামলা রুজুর প্রক্রিয়াধীন।