
আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি করেছেন এমন অভিযোগে হিরো আলমকে ডাকা হয়। পরে তিনি এ ঘটনার বিষয়ে একটি মুচলেকা দিয়েছে পুলিশকে।
বুধবার (২৭ জুলাই) বেলা ১১টার পর তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর অর রশিদ।
ডিবি প্রধান বলেন, অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরে ঘুরে বেড়ানো এবং রবীন্দ্র সংগীতসহ সংস্কৃতি বিকৃত করার অভিযোগে হিরো আলমকে ডাকা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর অর রশিদ বলেন, এ ধরনের কাজ আর কখনো তিনি করবেন না বলে মুচলেকা দিয়েছেন। আমরা তার বিষয়টি দেখছি এবং এসব বিষয়ে তাকে সতর্ক করেছি।
সূত্র-ঢাকাপ্রকাশ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho