Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বুধবার , ২৭ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ আটক ২

যশোর প্রতিনিধি 
জুলাই ২৭, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক আরিফুজ্জামান (৩৪) নড়াইল জেলার সদর উপজেলার আফরা মধ্যপাড়া এলাকার ইসরাইল খানের ছেলে ও মুস্তাফিজুর রহমান (৩১)যশোর সদর উপজেলার হোগলাকান্দা এলাকার বজলুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৬ জুলাই ) রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শামীম হোসেনের নেতৃত্বে এসআই সাদ্দাম হোসেন, এএসআই রঞ্জন কুমার বসু,এএসআই আজহারুল ইসলামকে নিয়ে অভিযানে নামেন।এসময় যশোর সদরের রামনগর পিকনিক কর্নারের সামনে থেকে মাদকদ্রব্য সহ তাদের আটক করেন।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মঙ্গলবার রাত ৯ টার দিকে সদর উপজেলার রামনগর পিকনিকের সামনে দুই মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। এ সময়ে সেখানে ফোর্স পাঠিয়ে অভিযান চালিয়ে তাদের দু’জন কে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।