Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বুধবার , ২৭ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

শরণখোলায় অজগরের আক্রমণে ছাগলের মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ২৭, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলায় বুধবার (২৭ জুলাই) সকালে লোকালয়ে অজগরের দংশনে একটি ছাগল মারা গেছে। বনরক্ষীরা অজগরটিকে ধরে সুন্দরবনে অবমুক্ত করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ রাজাপুর চরপাড়া গ্রামে।
বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ রাজাপুর চরপাড়া গ্রামের কালাম খানের বাড়ীতে একটি বিশালাকার অজগর একটি ছাগলকে আক্রমণ করে সেটিকে গিলতে চেষ্টা করে। এ সময় গৃহের লোকজন টের পেয়ে জাল নিক্ষেপ করে অজগরটিকে আটক করে। পরে খবর পেয়ে নিকটস্থ দাসেরভারানী ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, দক্ষিণ রাজাপুরে অজগরের আক্রমনে একটি ছাগল মারা গেছে। বুধবার দুপুরে বনরক্ষীরা উদ্ধার করা ১৫ ফুট লম্বা বিশালাকারের অজগরটিকে দাসেরভারানী ফরেষ্ট টহল ফাঁড়ির বনে ছেড়ে দিয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।