শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইবি সাহিত্য সংসদের নবীন বরণ

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ৪২

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাহিত্য সংসদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল কাফী, সহ সভাপতি খাদিজাতুল কোবরা, সাধারণ সম্পাদক পলাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদা আশা, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহম্মেদ ও সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর আকাশসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ঐক্যমঞ্চের আহ্বায়ক নুরুল্লাহ মেহেদী, ইবি চলচ্চিত্র সংসদের সভাপতি তৌফিক আহমেদ, ইবি সাহিত্য সংসদের সিনিয়র সদস্য আলমগীর অভ্র কানন প্রমুখ।

অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে আব্দুল্লাহ আল কাফী বলেন, ‘জীবনের বিকাশ ঘটাতে জ্ঞান চর্চার বিকল্প নেই। জ্ঞান চর্চার পাশাপাশি সুপ্ত প্রতিভা জাগ্রত করতে কাজ করছে সাহিত্য সংসদ। এ পথ চলায় নতুনদের আগমনে সুশোভিত হল সাহিত্য সংসদ।’

অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুল দিয়ে করে নেয়া হয়। পরে তাদের মিষ্টিমুখ করান প্রবীণ সদস্যরা।

উল্লেখ্য, ইবি সাহিত্য সংসদ ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই সাহিত্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে এটি। ‘শব্দতট’ নামে সাহিত্য পত্রিকা প্রকাশ, দেয়ালিকা প্রকাশ, পাঠচক্র ও সাহিত্য আড্ডা এবং শিক্ষা সফরের আয়োজন করে থাকে সংগঠনটি।

ইবি সাহিত্য সংসদের নবীন বরণ

প্রকাশের সময় : ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাহিত্য সংসদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল কাফী, সহ সভাপতি খাদিজাতুল কোবরা, সাধারণ সম্পাদক পলাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদা আশা, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহম্মেদ ও সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর আকাশসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ঐক্যমঞ্চের আহ্বায়ক নুরুল্লাহ মেহেদী, ইবি চলচ্চিত্র সংসদের সভাপতি তৌফিক আহমেদ, ইবি সাহিত্য সংসদের সিনিয়র সদস্য আলমগীর অভ্র কানন প্রমুখ।

অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে আব্দুল্লাহ আল কাফী বলেন, ‘জীবনের বিকাশ ঘটাতে জ্ঞান চর্চার বিকল্প নেই। জ্ঞান চর্চার পাশাপাশি সুপ্ত প্রতিভা জাগ্রত করতে কাজ করছে সাহিত্য সংসদ। এ পথ চলায় নতুনদের আগমনে সুশোভিত হল সাহিত্য সংসদ।’

অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুল দিয়ে করে নেয়া হয়। পরে তাদের মিষ্টিমুখ করান প্রবীণ সদস্যরা।

উল্লেখ্য, ইবি সাহিত্য সংসদ ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই সাহিত্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে এটি। ‘শব্দতট’ নামে সাহিত্য পত্রিকা প্রকাশ, দেয়ালিকা প্রকাশ, পাঠচক্র ও সাহিত্য আড্ডা এবং শিক্ষা সফরের আয়োজন করে থাকে সংগঠনটি।