সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) উপজেলা কৃষি বিভাগ থেকে বিভিন্ন ইউনিয়নের নয়শো জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ৷ উপজেলা পরিষদ চত্বর থেকে কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয় ৷ প্রতিজন কৃষককে পাচ কেজি করে ধান বীজ , দশ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার বিনামূল্যে দেওয়া হয় ৷ বিতরণকালে উপজেলা কৃষি বিভাগের কর্মকতাগণ উপস্থিত ছিলেন ৷
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।