ময়মনসিংহের-নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৯ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অবহিতকরণ সভায় হেপাটাইটিস রোগ সম্পর্কে আলোচনা করেন ডাঃ মোঃ মঞ্জুরুল হক জুয়েল, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ এ এস এম শফিকুল ইসলাম মিলন, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ লায়লা কামরুজ্জাহান পান্না।
অবহিতকরণ সভায় হেপাটাইটিস সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।
শুধুমাত্র ত্বকের রং হলুদাভ হলেই জন্ডিস নয়। জন্ডিস হলে চোখের সাদা অংশ ও প্রস্রাব অবশ্যই হলুদ হবে।
জন্ডিস রোগীদের দিনে একবার গোসলই যথেষ্ঠ।
জন্ডিস রোগীদের অতিরিক্ত পরিমানে চিনি, গ্লুকোজ, আখের রস খাওয়ার প্রয়োজন নেই, স্বাভাবিক ও তরল জাতীয় পানীয়ই যথেষ্ঠ।
জন্ডিস আক্রান্ত রোগীদের সাথে বসবাস ও খাওয়া দাওয়া করা নিরাপদ।
উক্ত অবহিতকরণ সভায় ডাঃ শরিফুল আলম, ডাঃ মাহমুদুল হক, ডাঃ কানিজ ফাতেমা সুরাইয়া সহ চিকিৎসক গণ,সিস্টার ইনচার্জ শিশির আক্তার সহ সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফগণ, ইমার্জেন্সী ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান, এমটি ল্যাব মোহাম্মদ আলামিন, ফার্মাসিস্ট ইউসূফ আলী, এসএসিএমও রেজুয়ানা আমীন সুজি, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শফিকুল আলম, এসআইটি আহসান উদ্দিন আকন্দ সোহাগ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।