“বাঘ আমাদের অহঙ্কার, রক্ষার দায়িত্ব সবার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শরণখোলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগ শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা স্থানীয় প্রদীপন ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে। রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শরনখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন, সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরনখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ আকন, কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু, শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ, বন্য প্রানী অপরাধ দমন ইউনিটের সদস্য শুকুরুজ্জামান রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে সুন্দরবন সুরক্ষা সহ-ব্যাবস্থাপনা কমিটি, বাঘ বন্ধু, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), কমিউনিটি পেট্্েরালিং গ্রæপ (সিপিজি), বন্য প্রানী অপরাধ দমন ইউনিটের সদস্য,স্থানীয় পিপলস ফোরাম ও সুন্দরবনের উপর নির্ভশীল বনজীবিরা উপস্থিত ছিলেন।