প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২২, ৮:৫৬ পি.এম
বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান

"নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।২৯ জুলাই রবিবার সকালে বাগেরহাট চিংড়ী গবেষণা কেন্দ্রের সন্মেলন কক্ষে এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন কমিটি বাগেরহাট এর আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা এ, এস, এম রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চিংড়ী গবেষণা কেন্দ্র বাগেরহাটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ এমডি হারুনুর রশীদ।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চিংড়ী গবেষনা কেন্দ্র বাগেরহাট, এর পরিচালক বেগম শামসুন্নাহার।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নৌ পুলিশ কর্মকর্তা কবির হোসেন,বেসরকারী এনজিও নবলোক পরিষদের টেকনিক্যাল অফিসার আঃ ছামাদ, চিংড়ি গবেষনা কেন্দ্রের কর্মকর্তা এরশাদ আলী, মৎস্য চাষী নেতা সুমন ফকির,প্রেসক্লাবের সভাপতি নীহাররঞ্জন সাহা,বিশিষ্ট সাংবাদিক আলী আকবর টুটুল।
এসময়ে স্বস্ব ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ফকিরহাট ফিড মিল,বিসমিল্লাহ ফিস ফিড,ফকিরহাট সী ফুড লিমিটেড, ফয়লাহাট চিংড়ী পোনা ব্যাবসায়ী সমিতি,এবং বাগেরহাট মৎস্য ঘের মালিক সমিতির প্রতিনিধিদের হাতে মূল্যায়নের ভিত্তিতে সন্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়। অতিথিরা প্রত্যেকেই দেশের মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্বির লক্ষ্যে এবং মৎস্য সম্পদ রক্ষার লক্ষ্যে নদীতে ও সুন্দরবনে বিষ দিয়ে মৎস্য সম্পদ রক্ষা করতে যার যার স্হান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।জেলা মৎস্য কর্মকর্তা এসময়ে মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে গৃহীত নানা পদক্ষেপের কথা উল্যেখ করেন। এসময়ে অন্যান্যদের মধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও অর্ধশতাধিক মৎস্যচাষী ও চাষী সমিতির নেতৃবৃন্দ্ব উপস্হিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho