ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলে শিক্ষার্থীদের ডাইনিংমুখী ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি উৎসাহিত করতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৪ টায় হলের টিভি রুমে হল প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পিলো পাসিং, লোকসংগীত ও রম্য বিতর্কের আয়োজন করা হয়। রম্য বিতর্কের বিষয় ছিলো “বিয়ের বাজারে পাত্রী হিসেবে কে সেরা”। এতে গৃহিণীর পক্ষে সাফিয়া স্বর্ণা, ডাক্তারের পক্ষে মাহাজাবীন স্নিগ্ধা, উদ্যোক্তার পক্ষে উম্মে হাবিবা, বড় লোকের মেয়ের পক্ষে কাজী ফারহানা, বিশ্ববিদ্যালয় শিক্ষিকার পক্ষে সুরাইয়া ইয়াসমিন, বিসিএস ক্যাডারের পক্ষে ফারিয়া ইসলাম মিম ও সুন্দরী কন্যার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সারমিন আক্তার রূপা। এছাড়া ঘটক হিসেবে জান্নাতুল ফেরদৌস নীলা এবং পাত্র হিসেবে ছিলেন পিংকি শেখ। এসময় উপস্থিত ছিলেন হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম ও হলের হাউজ টিউটরগণসহ আবাসিক শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে হল প্রশাসন ছাত্রীদের জন্য প্রীতিভোজের আয়োজন করে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।