Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ৩০ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ৩০, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০জুলাই বিকেলে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি, হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা গোলাম আযম এমপি, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নাঈমুর রহমান দুর্জয় এমপি । সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম এমপির সভাপতিত্বে ,সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, শিল্পও বানিজ্য বিশয়ক সম্পাদক মোঃসিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদেস্য শাহাবুদ্দিন ফরাজি,আনোয়ার হোসেন,
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড- আব্দুস সালাম পিপি। এসময় আরো উপ্সথিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাছান তুহিন, তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর। সম্মেলনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এসময় আগামী ৩ বছরের জন্য সভাপতি মমতাজ বেগম এম,পি ও সাধারণ সম্পাদক ভিপি শহিদ এর নাম ঘোষণা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।