
গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ১ম বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত হয়েছেন ৯৬.৫ শতাংশ পরীক্ষার্থী। মোট ৪ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থীর আবেদনের বিপরীতে ৪ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শনিবার (৩০ জুলাই) বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ পরীক্ষা চলে।
বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, মীর মশাররফ হোসেন ভবন ও অনুষদ ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসন ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন তাঁর সাথে ছিলেন।
পরীক্ষার্থীদের সহায়তার জন্য প্রধান ফটকের সামনে দুইটি হেল্প ডেস্ক, অভিভাবকদের বিশ্রামের জন্য থানা গেইটের পাশে 'অভিভাবক কর্নার', ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সার্বক্ষণিক সহায়তায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও 'অভিভাবক কর্নার'র ব্যবস্থা করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, আমরা আমাদের সাধ্যমতো সবকিছু চেষ্টা করেছি।
গুচ্ছ পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো তাদের পুরনো ঐতিহ্যের কারণে এই পদ্ধতির পরীক্ষায় আসছে না। তবে আমার বিশ্বাস, এই পদ্ধতির সুবিধাসমূহ বিবেচনা করে একসময় সব বিশ্ববিদ্যালয় এই পদ্ধতির পরীক্ষায় অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, ২য় বারের মতো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ২২ টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সারাদেশে মোট ১৯ টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho