মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলিউডের ভাইজান সালমান খান। কেননা কিছু দিন আগেই উড়ো চিঠির মাধ্যমে হত্যার হুমকি পেয়েছিলেন এ তারকা। তাই নিজের ও পরিবারের সুরক্ষা নিয়ে কোনো আপস করতে চাইছেন না।
এরই মধ্যে নিজের কাছে বন্দুক রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এবার কিনেছেন বুলেটপ্রুফ গাড়িও। আবার পুলিশের নিরাপত্তা তো আছেই।
ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সালমানের মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে একটি বুলেটপ্রুফ গাড়ি দেখা গেছে। মূলত বুলেটপ্রুফ এই ল্যান্ড ক্রুজারটি সালমানেরই। যদিও মডেল নতুন নয়। তবে আত্মরক্ষার স্বার্থেই তিনি এই গাড়ি কিনেছেন। এখন তার যাতায়াত এই গাড়িতেই।
কয়েক মাস আগে পাঞ্জাবি সঙ্গীত শিল্পী সিধু মুসেওয়ালার মৃত্যুর পর থেকেই হুমকি পাচ্ছেন সালমান খান। সন্দেহ করা হচ্ছে, তার খুনের পেছনে রয়েছে লরেন্স বিঞ্চোই নামের এক গ্যাংস্টার। পুলিশের তদন্তে জানা গেছে, সালমান খানকে হত্যার হুমকি দেওয়া ও পরিকল্পনার পেছনেও রয়েছে এই লরেন্স।