জামালপুরের বকশীগঞ্জে কমলা বেগম (৪০) নামে এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে।
সোমবার ১ আগষ্ট বকশীগঞ্জ সদর ইউনিয়নে সূর্যনগর মধ্য পাড়া গ্রামে আসলামের স্ত্রীর রহস্য জনক মৃত্যু হয়েছে। গৃহবধূ কমলা বেগম ২ কন্যার জননী
স্থানীয়রা জানান, সোমবার সকালে তার স্বামী মাঠে কাজ করতে গেলে প্রতিবেশিরা বাড়ীতে গিয়ে দেখতে পায় ঘরের মাঝ খানে শুয়ে আছে কমলা বেগম। তাকে ডাকাডাকি করে সাড়া শব্দ না করলে সেখান থেকে কাকে উদ্ধার করে সকাল ৮ টায় দিকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
থানার উপ পরিদর্শন এসআই সালাম জানান, বিষপানে কমলা বেগম মারা গেছে বলে জানা যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বার্তাকন্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।