Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ২ আগস্ট ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

চিকিৎসকদের মানবিক মানুষ হতে হবে- ফার্স্ট লেডি রাশিদা খানম 

সাজ্জাদ হোসেন হৃদয় - কিশোরগঞ্জ
আগস্ট ২, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বরণ ও ডাক্তারী পোশাক পরিধান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. আ না ম নৌশাদ খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সহধর্মিণী (ফার্স্ট লেডি) রাশিদা খানম উপস্থিত ছিলেন।
চিকিৎসকদের উদ্দেশ্যে ফার্স্ট লেডি বলেন, একজন ভালো চিকিৎসক হওয়ার পাশাপাশি মানবিক মানুষ হতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা বিশেষ করে ধর্মীয় জ্ঞান অর্জন জরুরি। হাওর জনপদের অবহেলিত গণমানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল বিশেষ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন তিনি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ – ৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব এড. মজিবুল হক চুন্নু , সম্মানিত অতিথি হিসেবে কলেজের পরিচালক প্রফেসর ডা. সুফিয়া কামাল, মিলাদ খান ও রাষ্ট্রপতির ছোট ছেলে ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার উপস্থিত ছিলেন।
এছাড়াও নবীন বরণ অনুষ্ঠানে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।