জামালপুর বকশিগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) আতাউর রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ, প্রানী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল, থানা এস আই মোখলেছুর রহমান, উপজেলা মৎস্য অফিসার আরিফুল ইসলাম রিয়েল , যুবউন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান , বীর মুক্তিযোদ্ধ মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু , মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক , বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রামাণিক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনে বিভিন্ন কর্মসূচি নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।