বেনাপোলের পুটখালী সীমান্তবর্তী (বালুন্ডা) জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে ১০টি স্বর্ণেরবারসহ হাসানুজ্জামান (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।
আজ মংগলবার (২ আগস্ট) দুপুরে শার্শা উপজেলার (বালুন্ডা) জামতলাগামী পাকা রাস্তা ভাগারিখা মোড়ে অভিযান চালিয়ে ১০ পিস স্বর্নের বার সহ তাকে আটক করে বিজিবি। আটক হাসানুজ্জামান পুটখালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে ১০ টি স্বর্ণের বার ও ১ টি মোটরসাইকেল সহ হাসানুজ্জামানকে আটক করে।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৮৪ লাখ ৫০ হাজার টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমেদ পিএসসি জানান, ভারতে পাচারের সময় বিজিবির একটি টহল দল ১ কেজি ১০০ গ্রাম স্বর্ণসহ হাসানুজ্জামান নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।