সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারিরীক প্রতিবন্ধী আশরাফুল ইসলাম বাবুকে উপজেলা প্রশাসন থেকে আজ মঙ্গলবার (২ আগস্ট)
একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে ৷ উপজেলা পরিষদ চত্বরে বিকেল সাড়ে চারটায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও )
মোঃ উজ্জল হোসেন এ হুইল চেয়ার দেন ৷
সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের গরীব রিকসা ভ্যান চালক সেলিম মিয়ার ছেলে আশরাফুল ইসলাম বাবু
এ হুইল চেয়ার পেয়ে খুবই খুশী হয়েছে ৷ সে জানায় এখন হুইল চেয়ারে নিজ বাড়ী আঙ্গিনায় একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে ৷ নতু হুইল চেয়ারে তার চলাচলে আর কারো সহযোগিতা লাগবে না ৷ দুর্ভোগ পোহাতে হবে না
৷
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।