প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২২, ১০:০৪ পি.এম
কিশোরগঞ্জে বৌলাই পীর সাহেব বাড়িতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা'র শোকানুষ্ঠান পালিত হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে সদর উপজেলার ঐতিহাসিক বৌলাই পীর সাহেব বাড়ির মাজার ও দরবার শরীফ প্রাঙ্গনে ১০ দিনব্যাপি পবিত্র কোরআন খতম, মিলাদ, মুর্ছিয়া জারি'র আয়োজন করা হয়। দশই মহররম আশুরা'র শোকানুষ্ঠান পালনের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হয়।
আজ মঙ্গলবার (০৯ আগস্ট) মাজার ও দরবার শরীফ প্রাঙ্গনে কারবালায় নির্মমভাবে শাহাদাৎ বরণকারী নবী (সাঃ) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (আঃ) ও নবী'র পরিবারের স্মরণে আলোচনা দিনব্যাপী আলোচনা এবং কারাবালা প্রান্তের এই নির্মম হত্যাযজ্ঞের কাহীনি নিয়ে রচিত মুর্ছিয়া জারী পরিবেশন করে কিশোরগঞ্জ তথা বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী ‘‘শানে পাঞ্জাতন মহররম জারী দল’’।
মুর্ছিয়া জারী শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় "শানে পাঞ্জাতন মহররম জারী দল" এর প্রতিষ্ঠাতা সৈয়দ আঃ আউয়াল হোসাইনী চিশতী (চাঁন মিয়া)'র ছোটভাই বর্তমান গদীনিশিন পীর সৈয়দ শাহ নূরুল আউয়াল (তারা মিয়া) আখেরি মোনাজাত'র দোয়া পাঠ করেন। প্রায় হাজার খানেক ভক্ত আশেকান মোনাজাতে অংশগ্রহণ করেন।
মোনাজাত শেষে ঐতিহাসিক বৌলাই পীর সাহেব বাড়ির বর্তমান পীরজাদা সৈয়দ ইয়াছিন বলেন, মহররম মাস শুধু মুমিনের পরিচয় নিয়েই আসে না, এ মহররম মাস চিনিয়ে দেয় কারা হোসাইনি মুসলমান ও কারা এজিদি মুসলমান। কারবালা প্রান্তরের কাহিনী নিয়ে মুর্ছিয়া জারী'র মাতম শত শত বছর ধরে চলে আসতেছে যা বাঙালি মুসলমান তথা এদেশে'র সংস্কৃতির অবিচ্ছ্যদ্য অংশ।
এ সময় ১০ দিনব্যাপী অনুষ্ঠানে নিরাপত্তা দিয়ে সহযোগিতার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho