শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় নানা বিলে নানা রংয়ের পদ্ম ফুল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেশ ক’টি বিল মাঠ লাল , গোলাপী , সাদা রংয়ের পদ্ম শাপলা ফুলে অন্যরকম সাজে সেজেছে ৷ প্রকৃতি প্রেমীরা বিল মাঠগুলোয় ঘুরে বেরিয়ে আসছে ৷
উল্লাপাড়ার পৌর এলাকার খলিশাগাড়ী বিলে ফুটে আছে লাল পদ্ম ফুল ৷ নগরবাড়ী মহাসড়কের ধারে বিলটিতে বেশ এলাকা জুড়ে বর্ষাকালে লাল পদ্ম ফুল ফুটে থাকে ৷ বিকেলে অনেকেই তা এসে ঘুরে বেরিয়ে দেখে যান ৷ এছাড়া মানতলা বিল ও সোনাকান্ত বিলের বিশাল এলাকা জুড়ে গোলাপী পদ্ম ফুলের মেলা জমেছে ৷
উপজেলা সদরের খলিশাগাড়ী বিলে বছর তিনেক হলো বিদ্যাপীঠ এলাকায় বেশ এলাকা জুড়ে বর্ষাকালে লাল পদ্ম ফুল ফোটে ৷ বিকেলে এলাকার অনেকেই এখানকার লাল পদ্ম ফুল দেখতে আসেন ৷
গতকাল মঙ্গলবার বিকেলে লাল পদ্ম ফুল দেখতে আসাদের মধ্যে আসাদ , রুবাইত , মেহেরুন জানান তারা মাঝে মধ্যেই এখানে আসেন ৷
উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঝবঝবিয়া মাঠে বর্ষার পানিতে ভোর সকাল থেকে ঘন্টাখানেক আর শেষ বিকেলে সাদা রংয়ের শাপলা ফুল ফোটার পর দেখে মনে হয় যেন তারার মেলা বসেছে ৷ সেখানে শাপলা ফুল তুলতে আসা বছর আটেক বয়সি আলিম , কামরুল জানান তারা ফুল তুলে বাড়ীতে নেবে ৷ মালা গাথবে বলে জানায় ৷

ইসরায়েল ক্ষুদ্রাতিক্ষুদ্র আক্রমণ’ও চালায়,তার জবাব হবে কঠোর-ইরানের প্রেসিডেন্ট

উল্লাপাড়ায় নানা বিলে নানা রংয়ের পদ্ম ফুল

প্রকাশের সময় : ০৪:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেশ ক’টি বিল মাঠ লাল , গোলাপী , সাদা রংয়ের পদ্ম শাপলা ফুলে অন্যরকম সাজে সেজেছে ৷ প্রকৃতি প্রেমীরা বিল মাঠগুলোয় ঘুরে বেরিয়ে আসছে ৷
উল্লাপাড়ার পৌর এলাকার খলিশাগাড়ী বিলে ফুটে আছে লাল পদ্ম ফুল ৷ নগরবাড়ী মহাসড়কের ধারে বিলটিতে বেশ এলাকা জুড়ে বর্ষাকালে লাল পদ্ম ফুল ফুটে থাকে ৷ বিকেলে অনেকেই তা এসে ঘুরে বেরিয়ে দেখে যান ৷ এছাড়া মানতলা বিল ও সোনাকান্ত বিলের বিশাল এলাকা জুড়ে গোলাপী পদ্ম ফুলের মেলা জমেছে ৷
উপজেলা সদরের খলিশাগাড়ী বিলে বছর তিনেক হলো বিদ্যাপীঠ এলাকায় বেশ এলাকা জুড়ে বর্ষাকালে লাল পদ্ম ফুল ফোটে ৷ বিকেলে এলাকার অনেকেই এখানকার লাল পদ্ম ফুল দেখতে আসেন ৷
গতকাল মঙ্গলবার বিকেলে লাল পদ্ম ফুল দেখতে আসাদের মধ্যে আসাদ , রুবাইত , মেহেরুন জানান তারা মাঝে মধ্যেই এখানে আসেন ৷
উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঝবঝবিয়া মাঠে বর্ষার পানিতে ভোর সকাল থেকে ঘন্টাখানেক আর শেষ বিকেলে সাদা রংয়ের শাপলা ফুল ফোটার পর দেখে মনে হয় যেন তারার মেলা বসেছে ৷ সেখানে শাপলা ফুল তুলতে আসা বছর আটেক বয়সি আলিম , কামরুল জানান তারা ফুল তুলে বাড়ীতে নেবে ৷ মালা গাথবে বলে জানায় ৷