
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেশ ক'টি বিল মাঠ লাল , গোলাপী , সাদা রংয়ের পদ্ম শাপলা ফুলে অন্যরকম সাজে সেজেছে ৷ প্রকৃতি প্রেমীরা বিল মাঠগুলোয় ঘুরে বেরিয়ে আসছে ৷
উল্লাপাড়ার পৌর এলাকার খলিশাগাড়ী বিলে ফুটে আছে লাল পদ্ম ফুল ৷ নগরবাড়ী মহাসড়কের ধারে বিলটিতে বেশ এলাকা জুড়ে বর্ষাকালে লাল পদ্ম ফুল ফুটে থাকে ৷ বিকেলে অনেকেই তা এসে ঘুরে বেরিয়ে দেখে যান ৷ এছাড়া মানতলা বিল ও সোনাকান্ত বিলের বিশাল এলাকা জুড়ে গোলাপী পদ্ম ফুলের মেলা জমেছে ৷
উপজেলা সদরের খলিশাগাড়ী বিলে বছর তিনেক হলো বিদ্যাপীঠ এলাকায় বেশ এলাকা জুড়ে বর্ষাকালে লাল পদ্ম ফুল ফোটে ৷ বিকেলে এলাকার অনেকেই এখানকার লাল পদ্ম ফুল দেখতে আসেন ৷
গতকাল মঙ্গলবার বিকেলে লাল পদ্ম ফুল দেখতে আসাদের মধ্যে আসাদ , রুবাইত , মেহেরুন জানান তারা মাঝে মধ্যেই এখানে আসেন ৷
উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঝবঝবিয়া মাঠে বর্ষার পানিতে ভোর সকাল থেকে ঘন্টাখানেক আর শেষ বিকেলে সাদা রংয়ের শাপলা ফুল ফোটার পর দেখে মনে হয় যেন তারার মেলা বসেছে ৷ সেখানে শাপলা ফুল তুলতে আসা বছর আটেক বয়সি আলিম , কামরুল জানান তারা ফুল তুলে বাড়ীতে নেবে ৷ মালা গাথবে বলে জানায় ৷
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho