
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল এর উপর বুধবার সকালে হামলার ঘটনা ঘটেছে। এসময় এলাকাবাসী হামলাকারীদের ধাওয়া করে জাকির হোসেন(৪২) নামে একজনকে ধরে পুলিশে সপর্দ করে। এতে আয়নাল চেয়ারম্যানের ভাই মো. মজিবুর রহমান আহত হয়। এঘনায় আয়নাল চেয়ারম্যানের ভাই মো. মজিবুর রহমান বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে জানাযায়, কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল ইটাভাড়া এলাকায় বুধবার সকাল সাড়ে ৭টায় তার বাড়ির সামনে চায়ের দোকানের সামনে দাড়িয়ে ছিল। এমন সময় জাকির হোসেনের নেতৃত্বে ১০/১২ জন ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘেড়াও করে তার উপর হামলা করে। খবর পেয়ে তার ভাই মজিবুর রহমানসহ এরাকাবাসী হামলাকারীদের ধাওয়া করে জাকির হোসেন নামে একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।এব্যারে হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল বলেন, জাকির হোসেনের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী আমাকে হত্যা করার উদ্যেশ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইন চার্জ(ওসি) মামুন আর রশিদ জানান, হামলার ঘটনায় পান্টা পাল্টি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এলাকাবাসী জাকির হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সপর্দ করে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho