
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ডক্টর অব ফিলোসোফি ( পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন আবদুল্লাহ আল মামুন আযহারী। মঙ্গলবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২৫৫ তম সিন্ডিকেট সভা ও ১২৩ তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এই ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
"ইসলাম ও আন্তর্জাতিক মানবাধিকার সনদসমূহে নাগরিক অধিকার (CIVIL RIGHTS IN ISLAM AND INTERNATIONAL HUMAN RIGHTS INSTRUMENTS)" শিরোনামে গবেষণাকর্ম সম্পন্ন করেন আবদুল্লাহ আল মামুন। বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ময়নুল হকের তত্ত্বাবধানে এই গবেষণাকর্মটি সম্পন্ন করেন তিনি।
আবদুল্লাহ আল মামুন ১৯৮৭ সালে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম মাওলানা আব্দুল লতিফ ও মমতাজ বেগম দম্পতির চতুর্থ পুত্র। তিনি ২০০৮ সালে মিসরের বিশ্ববিখ্যাত আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে 'হাদিস' বিষয়ে অনার্স ও ২০০৯ সালে কায়রো থেকে 'ইসলামী শরীয়াহ' বিষয়ে মাস্টার্স পাশ করেন। ২০১৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স অব ফিলোসোফি (এমফিল) ডিগ্রি অর্জন করেন।
তিনি বর্তমানে ঢাকার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে (এসএমইউসিটি) ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
তিনি বলেন, শিক্ষা ও গবেষণামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই। এছাড়া নাগরিক অধিকার নিয়ে কাজ করতে চাই। এদেশের প্রত্যেকটা নাগরিক যাতে তাদের অধিকার নিশ্চিত করতে পারে এই বিষয়ে গবেষণাকর্মের মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো এবং সর্বমহলে এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে চাই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho