
সিরাজগঞ্জের উল্লাপড়ায় আধ্যাত্মিক শক্তির পীর দাবী করা আউয়াল হোসেন ফটিক ( ৬০) ও তার ছেলে রজব আলী (৪০)কে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে চালান মডেল থানা পুলিশ । এরা সলপ ইউনিয়নের বড় জুমলা গ্রামের বসতি ৷ বুধবার গভীর রাতে উপজেলার সলপ এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয় ।
মডেল থানা ও মামলা সূত্রে জানা যায়, আধ্যাত্মিক শক্তির পীর দাবী করা আউয়াল হোসেন ফটিক দীর্ঘদিন ধরে তার বাড়িতে খানকা শরীফ বানিয়ে জনগনের কাছ থেকে প্রতারনা করে টাকা হাতিয়ে নিয়ে আসছিলো । এলাকার জনগণ তার প্রতারনার বিষয়টি বন্ধ করতে বললে তা বন্ধ না করায় পরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ৷ এ অভিযোগে পুলিশ এদেরকে গ্রেপ্তার করেছে ৷
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, থানায় লিখিত অভিযোগ পেয়ে আউয়াল হোসেন ফটিক ও তার ছেলে রজব আলীকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়েছে ৷
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho