
গুচ্ছের অধীনে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯৬.০৮ শতাংশ। শনিবার (১৩ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে।
জানা যায়, ইসলামী বিশ^বিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থীর আবেদনের বিপরীতে ৭ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বিশ^বিদ্যালয়ের মোট ৬টি একাডেমিক ভবন, আইআইইআর ভবন ও ইবি ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রসমূহ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য, আগামী ২০ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৭ আগস্ট বিশ^বিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে ‘ধর্মতত্ত¡ ও ইসলামী শিক্ষা’ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ও ২৮ আগস্ট ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho