
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎপৃষ্টি পৃষ্ঠ হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি সোহেল মিয়া (৩৫) তিনি নান্দাইল উপজেলার সিংরাল ইউনিয়নের পশ্চিম কচুরী গ্রামের আবদুস সাত্তারের পুত্র।
মৃত সোহেল মিয়া বাকচান্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে,১৩ই আগস্ট (শনিবার) বিকালে মৃত্যুবরণ করেন।
অপরজন অটোরিক্স চার্জ সংযোগ দিতে গিয়ে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যুৎকৃষ্ট হয়ে আব্দুর রহমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু একই উপজেলার মোয়াজ্জেম পড়তেও পীর কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু কামালপুর গ্রামের আবু তাহেরের পুত্র।
স্থানীয়রা জানান, শিশুটির বাবা ইজিবাইক চালিয়ে সংসার চালায়। ওই এলাকায় সারারাত বিদ্যুৎ না থাকায় সকালে বিদ্যুৎ আসে। তখন আবু তাহের ছিল ঘুমে। শিশুটি তার বাবাকে ঘুমের মধ্যে ডেকে বিদ্যুৎ আসার সংবাদ দিয়ে বলে "বাবা কারেন্ট আইছে, অটো চার্জ দিতে তাড়াতাড়ি উঠ "তার বাবা ডাক শুনে কিছুটা সজাগ হয়ে আবারও ঘুমিয়ে যায়। এই ফাঁকে শিশু আঃ রহমান নিজেই চার্জ লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ছেলের সারাশব্দ না পেয়ে তার মা ইজিবাইকের কাছে গিয়ে দেখতে পায় সে মাটিতে পড়ে আছে। তাৎকনিক পরিবারের লোকজন দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল পরিবারের কোন অভিযোগ না থাকায়, লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho