Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ১৫ আগস্ট ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

উল্লাপাড়ায় নানা কর্মসুচিতে জাতীয় শোক দিবস পালন

সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়া 
আগস্ট ১৫, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার নানা কর্মসুচিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে ৷ উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা প্রশাসন আলাদাভাবে নানা কর্মসুচিতে দিবসটি পালন করেছে ৷ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বেলা সাড়ে এগারোটায় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে ৷ এছাড়া শহরে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে শোক র‌্যালী হয়েছে ৷ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ – ৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ৷ এ অনুষ্ঠানে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পান্না , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য এর একান্ত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ ৷
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে ৷ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ৷ এ অনুষ্ঠানে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম , সহকারী কমিশনার ( ভুমি ) ইশরাত জাহান , সহকারী পুলিশ সুপার ( উল্লাপাড়া সার্কেল ) মাহফুজ হোসেন , মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম প্রমুখ ৷
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ৷ পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম , উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন , সহকারী কমিশনার ( ভুমি ) ইশরাত জাহান , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , সহ সভাপতি আব্দুল বাতেন হিরু , ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা , সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য এর একান্ত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জল , সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব প্রমুখ ৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।